Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ধলেশ্বরী নদী
Details

টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিম প্রান্তে যমুনা নদী হতে ধলেশ্বরীর সূচনা । এটি এর পর দুইভাগে ভাগ হয়ে যায় - উত্তরের অংশটি ধলেশ্বরী আর  দক্ষিণের অংশটি কালীগঙ্গা নামে প্রবাহিত হয় ।এই দুইটি শাখা নদী মানিকগঞ্জ জেলার কাছে মিলিত হয়, এবং সম্মিলিত এই ধারাটি ধলেশ্বরী নামে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ জেলার কাছে শীতলক্ষা নদীর সাথে মিলিত।আমরা সবাই ধলেশ্বরী নদীর নাম শুনেছি। কিন্তু সেই ধলেশ্বরী নদীটি জগীর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আবাহমান কাল ধরে এই নদী জাগীর ইউনিয়নের মানুষের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। এ নদী কালের স্বাক্ষী বহন কারী।