বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ । এ দেশের এমন কোন স্থান নাই যার পাশ দিয়ে নদী বয়ে যায় নাই। জাগীর ইউনিয়ন পরিষদ ধলেশ্বরী নদী তীরে অবস্তিত।বৃহত্তর ঢাকা ও মানিকগঞ্জ বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব এলাকায় প্রতিদিনই নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে ওপরের দিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পেতে থাকায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। উজানের নদীর পানি ভাটির দিকে আসতে থাকায় বৃহত্তর ঢাকা ও ফরিদপুর অঞ্চলে পানি বাড়ছে। এর ফলে রাজধানী ঢাকার চার পাশের নদীতে পানি বাড়ছে গত দুই-তিন সপ্তাহ থেকে। ইতোমধ্যে মিরপুরে ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিগগিরই রাজধানীর চার পাশের গ্রামগুলোতে বিপদসীমা অতিক্রম করতে পারে। বালু নদীর পানি বেড়ে যাওয়ায় এর সাথে যুক্ত খাল ও জলাশয় কানায় কানায় ভরে গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS